করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১০ হাজারেরও বেশি ইতালিয়ান নাগরিকের প্রাণ। গতকাল শনিবার দেশটিতে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৯ জন। ইতিপূর্বে ১ দিনে সর্বোচ্চ ৯৭৯ জনের প্রাণহানি ঘটেছিলো দেশটিতে। ইউরোপের আরেক দেশ স্পেনে এ দিন দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৮৩২ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে স্পেনে কারোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬৯০ জন।
আল জাজিরা জানায়, এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মারা যাওয়া লোকের সংখ্যা ১০ হাজার ২৩ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইতালিতে ৯২ হাজার ৪৭২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১২ হাজার ৩৮৪ জন।
অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার উপরে রয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি। দেশটিতে শনিবার রাত পর্যন্ত ১ লক্ষ ১২,৪৬৮ জনের শরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১,৭০৯ জন।
গতবছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে কোভিড-১৯ এ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। চীন থেকে ছড়িয়ে পড়া এই রোগটি ১৭৭টি দেশ বা অঞ্চলের প্রায় ৬ লাখ লোককে আক্রান্ত করেছে। আর প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজারের বেশি মানুষ।
মন্তব্য করুন