বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন ব্যক্তি করোনায় আক্রন্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২জন চিকিৎসক রয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
আজ (শুক্রবার, ২৭ মার্চ) জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো ৪৪ জন। বৃহস্পতিবার নতুন করে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানান অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এদিকে প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশে এবং পাঁচ লাখেরও বেশি লোক এতে আক্রান্ত হয়েছেন।
মন্তব্য করুন