টানা ২ দিন ধরে বাংলাদেশে কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ রবিবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পাওয়া নমুনাগুলো পরীক্ষা করে দেখা গেছে কারও মধ্যে করোনার সংক্রমণ নেই। আক্রান্তের সংখ্যাও তাই ৪৮ এ স্থির রয়েছে।
আক্রান্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি এবং গত ৯৬ ঘণ্টায় নতুন করে করাও মৃত্যুও হয়নি। অর্থাৎ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ জন মৃত্যুবরণ করেছেন।
মন্তব্য করুন