বিবিসি
ব্রাজিলে করোনা ভাইরাসে কেবল মার্চ মাসেই ৬৬ হাজার ৫৭০ জনের প্রাণ কেড়ে নিয়েছে, যা ফেব্রুয়ারিতে হওয়া মৃত্যুর দ্বিগুণেরও বেশি বলে দেশটির কর্তৃপক্ষের দেওয়া হিসাবে দেখা গেছে। সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতিতে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এরই মধ্যে খাদের কিনারায় পৌঁছে গেছে।
লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মহামারি মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়ে দেশের ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
সম্প্রতি তার প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেকে পদত্যাগ করায় রাজনৈতিকভাবেও তিনি বেশ চাপে পড়ে গেছেন। এর পরও বুধবার বোলসোনারো সংক্রমণ মোকাবিলায় বিভিন্ন রাজ্য ও শহরে লকডাউনসহ কঠোর সব বিধিনিষেধ দেওয়ায় গভর্নর ও মেয়রদের একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের শত্রু দুটি। ভাইরাস ও বেকারত্ব। এটাই বাস্তবতা। আমরা ঘরে থেকে এই সমস্যার সমাধান করতে পারব না।’
বুধবারও ব্রাজিল করোনা ভাইরাসে ৩ হাজার ৮০০-র মতো নতুন মৃত্যু দেখেছে, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি রোগী। কোভিড-১৯-এদেশটিতে এরই মধ্যে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে দেখা গেছে।