এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নিজেই তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে এ কথা জানিয়েছেন। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক খবরে জানা যায়, তিনি নিজের সিদ্ধান্তেই আইসোলেশনে গেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তাই আমি স্বেচ্ছায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে ঘরে বসে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে যাব।
আজ বিকাল (শুক্রবার) পর্যন্ত যুক্তরাজ্যের ১১,৮১৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ৫৮০ জন।
মন্তব্য করুন