করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি ১০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী। তাদের সাথে রয়েছে বিদেশ থেকে ফেরা ৪ লাখ ৮০ হাজার মানুষ। মোবাইল ফোন অপারেটরদের তথ্য পর্যালোচনা করে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর দায়িত্বশীল কর্তাব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
এনটিএমসির ওই কর্মকর্তা জানান, ১ কোটি ফোন ব্যবাহারকারীর সাথে তাদের শিশু বা যাদের ফোন নেই, তাদের সংখ্যা যুক্ত হলে এই সংখ্যা আরও বেশি হবে। এত বিপুলসংখ্যক মানুষের মধ্যে যদি কারও করোনাভাইরাস থাকে তাহলে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করবে।
গত ২৩ মার্চ এক ঘোষণায় ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। এই ঘোষণার পরপরই মানুষ ছুটতে থাকে গ্রামের উদ্দেশ্যে। ভিড় লেগে যায় বাস ও লঞ্চ টার্মিনালে। মুখ থুবড়ে পড়ে করোনা ঠেকাতে সঙ্গনিরোধের পরিকল্পনায়।
জাতিসংঘের বলছে, এর ফলে ঝুঁকিপূর্ণ ও সংক্রমণশীল লোকজন সারা দেশে রোগ বিস্তার আরও ত্বরান্বিত করেছে। ঢাকা থেকে লোকজন বের হয়ে যাওয়ায় রাজধানীতে কোভিড-১৯ রোগীদের বোঝা কমলেও তা সারাদেশে বিন্যস্ত হয়েছে।
মন্তব্য করুন